Mother's DayQuotes

VALUE & RESPECT OUR M O T H E R A. L. W. A. Y. S BANGLA QUOTE

একদিন রাত্রে আমি নিজের রুমে
ঘুমিয়ে ছিলাম,

একটা শব্দে আমার ঘুম ভেঙ্গে গেল।
সামনে দেখি যমরাজ দাড়িয়ে আছে।

ভয় পেয়ে জিগ্যেসা করলাম,
“আপনি এখানে কেন”?

যমরাজ বলল, “তোমার মায়ের প্রাণ নিতে এসেছি।
শুনে আমি ঘাবড়ে গেলাম।

কিভাবে মায়ের প্রাণ বাঁচান যায়।
আমি ব্যস্ত হয়ে বললাম, “আমায় নিয়ে যান কিন্তু আমার মা’য়ের জীবন ভিক্ষা দিন।
যমরাজ হেসে বলল,
“আমি তোমাকেই নিতে এসেছিলাম,
কিন্তু এর আগেই তোমার মা’ তোমার জীবন ভিক্ষা নিয়েছে”।

———————————————-

💝 মা’ মা’ মা’ মা’ মা’ মা’ 💝

————————————————

🏝 সাগর বলেছে 🏝

💝মা

এমন একটি জিনিস

যে সন্তানের হাজার দোষকে

নিজের অন্তরে লুকিয়ে রাখে।

————————————————

👏 প্রার্থণা বলছে 👏

💝মা

এমন একটি জিনিস

যে সব সময় সন্তানদের

জন্য ভাল কামনা করে থাকে।

————————————————

🌺 ফুল বলছে 🌺

💝 মা

এমন একটি জিনিস

যে আমি তার ও পায়ের

নীচে আছি।

————————————————

🏡 ঘর বলছে 🏡

💝 মা

এমন একটি জিনিস

যাকে ছাড়া আমি শ্মশান।

————————————————

💐 গন্ধ বলছে 💐

💝 মা

এমন একটি জিনিস

যার গন্ধতে পুরো পৃথিবী

সুগন্ধিত হয়ে থাকে।

————————————————

🏛 ভগবান বলেছেন 🏛

💝 মা

এমন একটি জিনিস

যেটা আমার পক্ষ থেকে

বিরল উপহার।

————————————————

VALUE & RESPECT UR

💝 M O T H E R 💝

A. L. W. A. Y. S

One thought on “VALUE & RESPECT OUR M O T H E R A. L. W. A. Y. S BANGLA QUOTE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *