Situation Of B.A. Students After Being Graduate
বি.এ পাস করেও এক যুবক দীর্ঘদিন
ধরে
চাকরি পাচ্ছে না।
হঠাৎ একদিন
চিড়িয়াখানায় তার একটা চাকরি
হয়ে গেল।
চিড়িয়াখানার বাঘটা
হঠাৎ করে
মারা যাওয়ায়
খাঁচাটা শূন্য পড়ে
আছে।
●কর্তৃপক্ষ বললঃ তুমি যদি খাঁচার
ভেতর
একটা বাঘের পোষাক পরে বাঘের
মত
তর্জন গর্জন দিতে পারো
তাহলে
মাসে ৮ হাজার টাকা পাবে।
বেকার
ছেলেটা তাতেই রাজি।
রোজ
চিড়িয়াখানা খোলার আগে সে
বাঘের পোষাক পরে খাঁচায় ঢুকে
পড়ে।
দর্শক এলে তাদেরকে তর্জন-
গর্জন
ও আরো নানা কায়দা-কুসরত
দেখিয়ে
ভীষণ আনন্দ দেয়।
দেখতে দেখতে
চিড়িয়াখানার দর্শক বেড়ে গেল।
বাঘের খাঁচার সামনে বিরাট ভিড়।
চিড়িয়াখানা কর্তৃপক্ষও খুশি হয়ে
বেতন বাড়িয়ে দিল।
ভালোই
চলছিল
দিন……. হঠাৎ একদিন হলো
বিপত্তি…!!!
বাঘের খাঁচার পাশেই ছিল
সিংহের
খাঁচা।
দুই খাঁচার মাঝে একটা
লোহার
জালের বেঁড়া।
একদিন সেই বেঁড়া
ধরে লাফিয়ে নেচে- কুদে মজা
দেখাতে গিয়ে পুরনো বেঁড়া
ভেঙ্গে
সে গিয়ে পড়লো
সিংহের খাঁচার
ভেতর।
এখন কী হবে?
পৈতৃক প্রাণটা
বুঝি আজ সিংহের হাতেই গেল…!
ভয়ে
জবু থবু হয়ে খাঁচার এক কোনে বসে
দোয়া-দুরুদ পড়তে লাগলো বেচারা।
এদিকে সিংহটাও কিছুক্ষণ চুপ করে
বসে
থেকে ধিরে ধিরে উঠে দাঁড়ালো।
তারপর আস্তে আস্তে এগিয়ে আসতে
লাগলো তার দিকে।
ভয়ে তো তার
প্রায় হার্ট এটাক হবার যোগার।
● ঠিক তখন সিংহটা বলে উঠলো . . .
.
●ভাই, এতো ভয় পাবেন না,
আমিও
বাংলায় অনার্স “”৷
I do agree with all the ideas you have presented on your post. They’re very convincing and will certainly work. Nonetheless, the posts are very short for newbies. May just you please lengthen them a bit from subsequent time? Thank you for the post.