Funny Jokes

Save Drive Safe life.. Funny Jokes

ধরুন…
আপনি হেলমেট ছাড়া বাইক চালাচ্ছেন, তাড়াহুড়ো করে চালাতে গিয়ে রাস্তায় পড়ে
গেলেন।
.
পিছন থেকে
আরেকটা বাস এসে
আপনাকে চাপা দিয়ে
পিষে চলে গেল!
.
আপনি
মারা গেলেন।
.
আপনি
মারা যাওয়ায় আপনার
বন্ধুরা মিলে সেই বাস
কোম্পানির বাসগুলো
ভাঙচুর শুরু
করল! আগুন ধরালো!
.
এর ফলে বাসের
পেট্রোলের ট্যাঙ্কিতে
আগুন ধরে প্রচন্ড
বিস্ফোরন ঘটল!
.
এদিকে দেখা গেল যে
এই বিস্ফোরনের দায়
আইএস স্বীকার করে
নিয়েছে।
.
ফলে সারা
বিশ্বে খবরটা ছড়িয়ে
পড়ল! ধারনা করা
হল যে ভারতে
আইএস জঙ্গি আছে।
.
আমেরিকা এ নিয়ে
উদ্ধেগ প্রকাশ করল!
রাশিয়া আইএস দমন
করার জন্য ইচ্ছা
পোষন করল!
.
রাশিয়া
ইচ্ছা পোষন করায়
আমেরিকা দেরি না
করে বিনা নোটিশে
বোমারু বিমান
ভারতের আকাশে
পাঠিয়ে দিল আইএস
দমন করার উদ্দেশ্যে।
.
বিমান থেকে টপাটপ
বোম পড়তে থাকল
এবং কলকাতা শহর ধ্বংস
হতে থাকল!
.
এদিকে
রাশিয়াও বসে নেই।
তারাও বোমারু
বিমান পাঠিয়ে দিলো
শক্তি প্রদর্শনের
জন্য।
একদিন দেখা গেলো,
আমেরিকার বিমান ও
রাশিয়ার বিমানে
মুখোমুখি সংঘর্ষ হয়ে
দুটো বিমানই ধ্বংস
হয়ে গেছে।
.
এই খবর
ছড়িয়ে পড়ল বিশ্বের
আনাচে কানাচে।
আমেরিকা দাবি
করল, রাশিয়া
তাদের উপর হামলা
চালিয়েছে আর
রাশিয়া দাবি করল,
এসব আমেরিকার দোষ।
.
বেজে উঠল যুদ্ধের
দামামা। শুরু হয়ে গেল
“তৃতীয় বিশ্বযুদ্ধ”…
.
আমেরিকা রাশিয়াকে
পারমানবিক বোমা
মারল, রাশিয়া মারল
আমেরিকাকে।
.
সুযোগ বুঝে বাংলাদেশ
পাকিস্থান, ইরান-ইজরাইল
ইত্যাদি দেশ গুলোর
মধ্যেও পারমানবিক
বোমা বিনিময় হল।
.
এক
বছরের মধ্যে দেখা
গেল, পৃথিবী ধ্বংস
হয়ে গেছে চিরতরে
….
সুতরাং, হেলমেট পড়ে বাইক চালান,
ধীরে সুস্থে চালান এবং
পৃথিবীকে ধ্বংসের
হাত থেকে রক্ষা করুন…

Obey traffic Rules …. Save Drive Safe life…🌷🌹🌸🍄💐

One thought on “Save Drive Safe life.. Funny Jokes

  • You made some respectable factors there. I looked on the web for the difficulty and located most people will associate with together with your website.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *