উপকার করার আগে দেখে নেবেন সে সাহসী নাকি ভীতু……….
সিংহ আর সিংহী শিকারে বেরিয়েছে তাদের দুই বাচ্চাকে রেখে ।
অনেক সময় অতিক্রম করে গেছে সিংহ-সিংহী শিকার করে তাদের দুই বাচ্চাদের কাছে পৌঁছায়নি ।
এদিকে সিংহের বাচ্চা দুটো খিদেতে ছটফট করতে লাগল,
হঠাৎ একটা ছাগলের নজরে এল ঘটনাটা ।
ছাগল এসে অভুক্ত সিংহের বাচ্চাদের নিজের দুধ খাইয়ে খিদে মেটালো ।
সেই সময় সিংহ-সিংহী ফিরে এল শিকার না পেয়ে,
সামনে ছাগলকে দেখে শিকার করতে গেল ।
তখন দুই বাচ্চা বলে উঠল, “ছাগলকে মেরো না, ও আমাদের দুধ খাইয়ে প্রানে বাঁচিয়েছে” ।
সিংহ-সিংহী খুশী হয়ে ছাগলকে বলল , “যাও বনে আনন্দে ঘুরে বেড়াও , তোমাকে কেউ হত্যা করবে না “।
ছাগল আনন্দে সিংহদের সাথে ঘুরতে লাগল,
এমনকি সিংহের পিঠে চেপে গাছের পাতা পর্যন্ত খেতে লাগল………..
এই ঘটনাটা একটা চিল উপর থেকে দেখে ভাবল,
আমিও উপকার করি ।
চিল একদিন কাদাতে পড়ে যাওয়া ইঁদুর বাচ্চাদের বাঁচালো,
এরপর চিল ইঁদুরের বাচ্চাদের আপন ভেবে নিজের ডানার তলাতে আশ্রয় দিল।
এরপর যেই চিল উড়তে গেল,
দেখল আর উড়তে পারছে না ।
কারন উপকারের প্রতিদান হিসাবে ইঁদুরের বাচ্চারা চিলের ডানার পালক কেটে দিয়েছে……….
এরপর চিল সেই ছাগলকে গিয়ে ঘটনাটা বলল,
এবং বলল–“তুমি উপকার করে সিংহের পিঠে চাপলে আর আমি উপকার করে নিজের ডানার পালক হারালাম কেন?”
ছাগল তখন উত্তর দিল—“উপকার করতে হলে সিংহদের উপকার করতে হয় ,ইঁদুরদের নয় ।
কারন সাহসীরা উপকার চির জীবন মনে রাখে আর ভীতুরা উপকারকে ভুলে যাওয়াটাই বাহাদুরী মনে করে……
”
আগের বছর বন্যার সময় কাশ্মীরের মুসলিমদের সেনারা বাঁচিয়েছিল ,
তাই এই বছর তারা সেনাদের পাথর ছুঁড়ছে……..
প্রতিটি মানুষের জীবনে এই রকম ঘটনা ঘটে,
আমার ক্ষেত্রেও তাই হয়েছে……….
উপকার করার আগে দেখে নেবেন সে সিংহ নাকি ইঁদুর……….