Husband wife Jokes IN bangla
এক মহিলা কেনাকাটা করে ক্যাশ কাউন্টারের সামনে ব্যাগ খুলতেই ……
ক্যাশিয়ারের নজরে এল টিভির রিমোট।
কৌতুহলবশতঃ তিনি জানতে চাইলেন ব্যাগে রিমোট কি সবসময় থাকে?
মহিলা : নাঃ,মাঝে সাজে। আজ আমার কর্তাটি আই পি এল ফাইনাল দেখবে বলে শপিং-এ এলোনা।তাই জব্দ করতে রিমোট আমার ব্যাগে।
শিক্ষা
১) বৌ তুচ্ছ হলেও তাচ্ছিল্যে বিপদ।
ক্যাশিয়ার এরপর হাসতে হাসতে কার্ডটি মহিলাকে ফেরত্ দিতেই-
মহিলা : এটা কি হল?
ক্যাশিয়ার : আপনার স্বামী আপনার কার্ড ব্লক করে দিয়েছেন।
শিক্ষা
২) স্বামীর শখও সন্মানযোগ্য।
মহিলা ব্যাগ থেকে স্বামীর কার্ড বার করে সোয়াইপ করালেন।
শিক্ষা
৩) বৌ-এর লম্বা হাতের সঠিক ধারণা থাকা অব্শ্যই দরকার।
সোয়াইপের মেশিন জানাল-ENTER THE PIN SENT TO YOUR MOBILE
শিক্ষা
৪) বেচারা স্বামীকে বাঁচাতে মেশিনও চেষ্টা করে যাচ্ছে।
মহিলা মুচকি হেসে ব্যাগ থেকে স্বামীর ফোন বার করল।এটা সে এনেছিল যাতে শপিং এর মাঝে স্বামী যাতে বিরক্ত না করে।
অবশেষে সব কেনাকাটা সেরে তৃপ্ত মহিলা ঘরে ফিরলেন।
শিক্ষা
৫) স্মার্ট মহিলাদের সাথে টক্কর নিও না।
এবার গল্পের শেষ –
মহিলা দেখল গ্যারাজে স্বামীর গাড়ী নেই। দরজায় স্টিকারে লেখা-……..
বন্ধুর বাড়ী খেলা দেখতে যাচ্ছি।
ফিরতে রাত হবে।কোন দরকার থাকলে ফোন কোরো।
হতাশ মহিলা বসে পড়ল,
বাড়ীর চাবি স্বামীর কাছে আর ফোনটা?
শেষ শিক্ষা:
স্বামীর ওপর বেশি প্যাঁচ কষলে তোমারই ক্ষতি।
Nice post. I was checking constantly this blog and I am impressed! Very helpful info specially the last part 🙂 I care for such information much. I was looking for this particular information for a long time. Thank you and best of luck.
Great ?V I should certainly pronounce, impressed with your web site. I had no trouble navigating through all tabs and related info ended up being truly simple to do to access. I recently found what I hoped for before you know it in the least. Quite unusual. Is likely to appreciate it for those who add forums or something, web site theme . a tones way for your customer to communicate. Nice task..