Funny Jokes

ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার কষ্ট –Funny Jokes In Bangla

রাজু খুব কুড়ে।
এত কুড়ে, এত কুড়ে যে…. কি আর বলব, কত কুড়ে।
সারাটা দিন শুধু কম্পিউটারের সামনে বসে…না না শুয়ে শুয়ে সময় কাটানো।

একদিন রাজুর বাবা রাজু কে বলল… “শোন রাজু, এই নে চার হাজার টাকা, ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিবি।
রাজু তো পড়ল মহা সমস্যায়…

ব্যাঙ্কে যাবার কষ্ট সে তো করবে না, আবার টাকাটা নিজের কাছে রাখার সাহসও পাচ্ছেনা,  পাছে খরচ হয়ে যায়।
কি করা যায়? কি করা যায়?

সুন্দর একটা আইডিয়া খেলে গেল রাজুর মাথায়।

ফ্লিপকার্টে সে ৩৯৯৯ টাকা দামের একটা ঘড়ি Cash on Delivery তে অর্ডার দিয়ে দিল।

দু দিন পর ক্যুরিয়ার বয় এসে রাজুকে তার পার্সেল দিয়ে ৩৯৯৯ টাকা নিয়ে গেল।

পার্সেল পাবার কিছুক্ষণ পরেই সে ফ্লিপকার্টের সাইটে গিয়ে অর্ডার রিটার্ন  করবে বলল।
পরের দিন ক্যুরিয়ার বয় এসে পার্সেলটি নিয়ে চলে গেল।
তার দু দিন পর ফ্লিপকার্ট থেকে রাজুকে ফোন করল।
তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার চাইল ও তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩৯৯৯ টাকা ফেরৎ দিয়ে দিল।

ফালতু ফালতু কষ্ট করে ব্যাঙ্কে  গিয়ে লম্বা লাইনে দাড়িয়ে টাকা জমা দেবার কোনও মানে হয়!!!
রাজু জিন্দাবাদ।।

One thought on “ব্যাঙ্কে টাকা জমা দেওয়ার কষ্ট –Funny Jokes In Bangla

  • Hey there this is somewhat of off topic but I was wondering if blogs use WYSIWYG editors or if you have to manually code with HTML. I’m starting a blog soon but have no coding knowledge so I wanted to get guidance from someone with experience. Any help would be greatly appreciated!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *