Bangla SMSFunny Jokes

Funny jokes in Bangla গদার বিয়ে

গদা বিয়ের উদ্যোগ নিয়েছে…!

.

.

গদাঃ বাবা আমার একজনকে পছন্দ
হয়েছে।

বাবাঃ ওয়াও! কে এই সৌভাগ্যবতী?

গদাঃ বাবলি ,
আমাদের পাশের
বাড়ির গোপালের মেয়ে।

বাবাঃ উহ! নোহ!
আমি তোমাকে কিছু
বলতে চাই কিন্তু প্রমিজ করো তোমার মাকে বলবে না।

গদাঃ ওকে প্রমিজ।

বাবাঃ আসলে বাবলি তোর বোন হয়।

.

.

অনন্যোপায় গদা বাবলি কে ভুলে গেল।

.

.

আবার ২ মাস পর!!!

গদাঃ বাবা, আমি প্রেমে পড়েছি।
আর ওই মেয়েটা অনেক সুন্দর।

বাবাঃ ওয়াও!

এটা তো অনেক বড় খবর।
তা কে সে?

গদাঃ বুল্টি,
আমাদের পাশের বাসার গোবিন্দবাবুর মেয়ে।

বাবাঃ ওহ! নো!
আবার? বেটা এই বুল্টি ও তোর বোন হয় !

.

.

এমন করে অনেক দিন চলে গেলো।
গদার
তো পাগল হবার দশা,
মেজাজ খারাপ করে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বলল:

মা এইপর্যন্ত ৬টা মেয়েকে সিলেক্ট করেছি কিন্তু
বাবা বলছে ওই ছ’জনই নাকি আমার বোন।

গদার মা গদার মাথায় হাত বুলাতে বুলাতে বলল:

আহালে আহালে, আমার গদা বাবা কাঁদে না সোনা।
তুই যে কোনো মেয়ের সাথে প্রেম কর।

বাবার কথা শুনবি না –

ও তোর বাবা নয়!!

2 thoughts on “Funny jokes in Bangla গদার বিয়ে

  • Merely wanna input that you have a very nice website , I like the layout it really stands out.

    Reply
  • I am continuously invstigating online for ideas that can help me. Thanks!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *