কেমন লাগলো আমার কবিতা জানাবে
বৌ বাপের বাড়ি গিয়ে মজা করার জন্যে ম্যাসেজ পাঠাল —
আমার ভালোবাসা মনের ভিতরে খুঁজে নিও
আর.. রুটির আটা ভালো করে মেখে নিও।
ভালোবাসা পেলে সেটা হারিও না
পিঁয়াজ কাটতে গিয়ে চোখের জল ফেলো না..
আমার উপর রাগ করার অনেক বাহানা তোমার আছে
আলুটা আর একটু সেদ্দ করো মনে হয় কাঁচা আছে।
আমি ঘরে ফিরলে তুমি আবার খুশি হবে
মশলা টা একটু বেশী মিহি করে পিসবে।
লোকে আমাদের ভালোবাসা দেখে জ্বলবে,
ভাতটা হলে জলদি নামিও,নইলে গলবে ।
কেমন লাগলো আমার কবিতা জানাবে
খাবারের নুন কম হলে, একটু নুন মেখে নিবে।
😜😜😜😜😜😜😜
@ স্বামীর উত্তর —
তোমার এই ভালোবাসা আমাকে মজনু বানিয়েছে,
তোমার যাবার পরেই পাশের বাড়ির বৌদি এসে রান্না করে দিয়েছে !!!
😊😊😊😊 😇😇😇😇🤗🤗
তারপর আর কি !!!
বৌ ১২০ কি মি বেগে ঘরে ফিরে এসেছে ।
😜😜😷😷😆😆😋
Amazing blog! Do you have any tips and hints for aspiring writers? I’m planning to start my own blog soon but I’m a little lost on everything. Would you advise starting with a free platform like WordPress or go for a paid option? There are so many choices out there that I’m totally confused .. Any suggestions? Thank you!