Bengali Funny/Mojar SMS and Quotes
এক লোক তার বউকে SMS
করছিল!!
কিন্তু ভুল বশত সেই
মেসেজটি চলে গেলোএক
বিধবা মহিলার কাছে।।
সেই বিধবা মহিলার স্বামী মাত্রই
গতকাল মারা গিয়েছেন।।
যাই হোক,
মহিলা মেসেজটি খুললেন,পড়লেন,
এবং সাথে সাথে অজ্ঞান
হয়ে মাটিতে পড়ে গেলেন!!
কি লেখা ছিল সেই
মেসেজে??
মেসেজে লেখা ছিলঃ
আমার প্রিয় বউ!!
আমি ঠিকঠাক মতইপৌঁছেছি!!
আমি জানি তুমি আমার কাছ
থেকে মেসেজ আশা করনি!!
এখানে আজকাল মোবাইল
ফোন এসে পড়েছে!!
আমি আসার
সাথে সাথে তারা আমাকে একটি
মোবাইল
ফোন গিফট করেছে!! সেই
মোবাইল
থেকেই
আমি তোমাকে মেসেজ
পাঠালাম!!
তুমি জেনে আরো খুশি হবে যে,
তারা সবাই এখানে তোমার
জন্য অপেক্ষা করছে!!
আশা করা যায়, কাল-পরশুর
মধ্যেই তুমিও চলে আসবে!!
আশা করি তোমার যাত্রাও
হবে আমার মত সুখের!!
তোমার অপেক্ষায় রইলাম!!
– ইতি,
তোমার প্রিয় স্বামী।😇😇😇😆😆😆😁
Appreciate it for all your efforts that you have put in this. very interesting info .