আমি তোমার বন্ধু হবো
শিউলি ফোটা ভোরের মতো
নকশী তোলা কাথার মতো
শীতের রাতে ওমের মতো
বুকের খাচায় পাখির মতো
গালের ভাজে টোলের মতো
বৃষ্টি ভেজা শাড়ির মতো
শুদ্ধ জলে স্নানের মতো
রাতের গায়ে তারার মতো
দুপুর রোদে বটের মতো
ঘূর্ণি স্রোতে পানার মতো
জলের নিচে ছায়ার মতো
পাথরবাটি আশার মতো
Very nice layout and good subject matter, very little else we want : D.