Bangla PoemBangla SMS

কপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগার – Bangla love poem

রয়েছে ধারালো ছোরা
স্লিপিং টেবলেট
কালো রিভলবার
মধ্যরাতে ছাদ
ভোরবেলাকার রেলগাড়ি
সারিসারি বৈদ্যুতিক তার।

স্লিপিং টেবলেট খেয়ে অনায়াসে ম’রে যেতে পারি
বক্ষে ঢোকানো যায় ঝকঝকে উজ্জ্বল তরবারি
কপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগার
ছুঁয়ে ফেলা যায় প্রাণবাণ বৈদ্যুতিক তার
ছাদ থেকে লাফ দেয়া যায়
ধরা যায় ভোরবেলাকার রেলগাড়ি
অজস্র অস্ত্র আছে
যে-কোনো একটি দিয়ে আত্মহত্যা ক’রে যেতে পারি।

এবং রয়েছো তুমি
সবচেয়ে বিষাক্ত অস্ত্র
প্রিয়তমা মৃত্যুর ভগিনী
তোমাকে ছুঁলে, দেখলে
এমনকি তোমার নাম শুনলে
আমার ভেতরে লক্ষ লক্ষ
আমি আত্মহত্যা করি।

One thought on “কপাল লক্ষ্য ক’রে টানা যায় অব্যর্থ ট্রিগার – Bangla love poem

  • Once I originally commented I clicked the -Notify me when new comments are added- checkbox and now each time a comment is added I get 4 emails with the identical comment. Is there any means you may take away me from that service? Thanks!

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *