Bangla PoemBangla SMSFunny SMS

রাতে ঘরে না ফিরলে ওর বৌ ওকে বাটাম দিয়ে মারবে-Bangla Funny Poem

দৌপদীর জন্য জল আনতে গিয়ে চার ভাই অর্জুন, ভীম, নকুল ও সহদেব লাপাতা হয়ে গেল.!
বিরক্ত যুধিষ্ঠীর মুখটা ভেটকি মাছের মত করে
নিকটস্থ সরোবরে গিয়ে দেখে চারভাইএর লাশ.!!!
মাথায় আকাশ ভেঙে পড়ে যুধিষ্ঠীরের।
হঠাৎ দেখে এক ব্রাহ্মণ সামনে দাঁড়িয়ে আছে।
ব্রাহ্মণ জানায় সে আসলে এক যক্ষ।
তার অনুমতি ছাড়া চারভাই
সরোবরের মিষ্ট জল পান করতে গেছিলো
বলে মৃত্যুমুখে পতিত হয়েছে।
ভাইদের প্রাণ ফিরে পেতে গেলে
যক্ষের প্রশ্নের উত্তর দিতে হবে।
যুধিষ্ঠীর বাধ্য হয়ে যক্ষের প্রশ্নের উত্তর দিতে সম্মত হয়…
যক্ষঃ সূর্য অস্ত যায় কেন.?

যুধিষ্ঠীরঃ সূর্য রাতে ঘরে না ফিরলে ওর বৌ ওকে বাটাম দিয়ে মারবে তাই.!
যক্ষঃ স্বর্গের চেয়ে উঁচু কি.?

যুধিষ্ঠীরঃ দু ছিলিম গাঁজা। খেলে স্বর্গ, মর্ত পাতালের হদিশ পাওয়া যায়না.!
যক্ষঃ মানুষের দেবত্ব লাভ কি প্রকারে হয়.?

যুধিষ্ঠীরঃ বড়লোক শ্বশুর মশাইএর একমাত্র কন্যাকে বিবাহ করার পর, যদি শ্বশুরমশাই কন্যাসমেত পটলডাঙার টিকিট কনফার্ম করেন, তখন.!
যক্ষঃ কার পরাজয় অসম্ভব.?

যুধিষ্ঠীরঃ ঝগড়ায় নারীজাতির.!
যক্ষঃ মগজের চেয়ে দ্রুত কি.?

যুধিষ্ঠীরঃ সন্দেহ.!
যক্ষঃ অসুস্থের বন্ধু কে.?

যুধিষ্ঠীরঃ হাসপাতালগুলোর যা ছিরি, তাতে শ্মশানবন্ধুরাই আসল বন্ধু.!
যক্ষঃ সুখী কে.?

যুধিষ্ঠীরঃ যাদের হজমশক্তি বেশী, তারা.!
যক্ষঃ কি ত্যাগ করলে মনুষ্য ধনলাভ করে.?

যুধিষ্ঠীরঃ নীতি এবং আদর্শ.!
যুধিষ্ঠীরের উত্তর শুনে,
যক্ষ যার পরনাই সন্তুষ্ট হয়ে চারভায়ের জীবনদান করে বল্লেন : হে রাজা যুধিষ্ঠির তুমিই পারবে এই মহান ভারতবর্ষকে নিয়ন্ত্রণ করতে.!!!

One thought on “রাতে ঘরে না ফিরলে ওর বৌ ওকে বাটাম দিয়ে মারবে-Bangla Funny Poem

  • I really appreciate this post. I have been looking all over for this! Thank goodness I found it on Bing. You have made my day! Thanks again

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *