BANGLA FUNNY JOKES ABOUT DEMONETISATION
এক সুন্দরী বিবাহিতা মহিলার কঠিন অসুখ হয়েছিল।
বহু ডাক্তারের কাছে তিনি দেখিয়েছেন, কেউই তাঁর রোগ সারাতে পারেনি।
অবশেষে এক মধ্যবয়স্ক ডাক্তারের কাছে তিনি গেলেন।
ডাক্তার অনেক পরীক্ষা- নিরীক্ষা করে বললেন, “এই রোগ আমি দুদিনে সারিয়ে দেব, আপনি সুস্থ হয়ে যাবেন”।
সেই মহিলা বললেন, “আপনি যদি আমার এই রোগ সারিয়ে দিতে পারেন, তাহলে আপনি যা চাইবেন, আমি তাই দেব”।
ডাক্তার:- “আপনি ভেবে বলছেন তো?”
মহিলা:- “হ্যাঁ, ভেবেচিন্তেই বলছি”।
এরপর সেই ডাক্তারের দেওয়া ওষুধে মহিলাটির রোগ সম্পূর্ণ সেরে গেল।
মহিলা তো মহাখুশি।
ডাক্তারকে বললেন, “বলুন আপনার কী চাই?”
ডাক্তার:- “আপনার একটা রাত শুধু আমাকে দিতে হবে”।
মহিলা:- “আমার এই অসহায়তার এত বড় সুযোগ নিলেন?”
ডাক্তার:- “আপনি তখন ভেবেচিন্তেই এই প্রস্তাব দিয়েছিলেন, এখন আর এবিষয়ে আলোচনা হবে না। আজ রাত দুটোয় আমার বাড়ি চলে আসবেন। আমি অপেক্ষায় থাকব”।
মহিলা আর কী করেন, রাত্রিবেলা স্বামীকে না জানিয়ে ডাক্তারের বাড়ি উপস্থিত হলেন।
ডাক্তার বললেন, “আমার সাথে গাড়িতে উঠুন”।
মহিলা বাধ্য হয়ে গাড়িতে উঠলেন। ডাক্তার একটা চেয়ার গাড়িতে তুললেন।
তারপর নিজেই গাড়ি ড্রাইভ করতে লাগলেন।
মহিলা ভয় পেলেও কিছু বললেন না।
একটা নির্জন জায়গায় পৌঁছে গাড়ি থামিয়ে ডাক্তার বললেন, ‘নামুন”।
মহিলা ভয়ে ভয়ে গাড়ি থেকে নামলেন।
ডাক্তার বললেন, “সামনের ওই ব্যাঙ্কের সামনে চেয়ারে বসে থাকুন।
সারারাত আমার লাইন রাখবেন।
কাল সকাল সাড়ে ৯টায় আমি আসব”।
I carry on listening to the newscast speak about getting free online grant applications so I have been looking around for the top site to get one. Could you advise me please, where could i find some?