Bangla Funny Jokes গ্রামের একটি স্কুল ….
গ্রামের একটি স্কুল ….
• পরিদর্শকঃ- আমাদের দেশের রাষ্ট্রপতি কে?
• লেবুঃ- নরেন্দ্র মুদি, স্যার!
• পরিদর্শকঃ- আমি তোমাকে জিজ্ঞাসা করছি প্রেসিডেন্ট কে?
• লেবুঃ- ইয়ে মানে প্রেসিডেন্ট,স্যার, মমতা ব্যাণার্জী, স্যার।
• পরিদর্শকঃ- তুই ক্লাস এইটে উঠলি কীভাবে? আমি তোর নাম কেটে দেবো!
• লেবুঃ- আমার তো স্কুলের খাতায় নামই নেই, আপনি কাটবেন কি!
• পরিদর্শকঃ- তার মানে?
• লেবুঃ- আমি স্কুলের মাঠে ছাগল চরাচ্ছিলাম, এক জন স্যার বলল, তোকে কুড়ি টাকা দেবো, তুই ক্লাসে বসবি!
• পরিদর্শকঃ- (খুব রেগে) ছিঃ মাস্টার মশাই! আপনাদের লজ্জা করে না? শিক্ষা নিয়ে ব্যাবসা! আমি আপনার চাকরি খেয়ে ফেলবো!
• শিক্ষকঃ- কাকে ভয় দেখান! আমি মাস্টার না, সামনে মুদি দোকানটা আমার। মাস্টার সাহেব আমাকে বলল, শহর থেকে এক বেটা আসবে, আমি একটু হাটে গেলাম, তুই একটু ক্লাস ঘরে বসে থাকবি!
• পরিদর্শকঃ- (ভীষণ রেগে, উনি গেলেন হেড স্যারের রুমে) আপনি হেড স্যার?
• প্রধান শিক্ষকঃ- আজ্ঞে! কোন সমস্যা?
• পরিদর্শকঃ- আপনাদের লজ্জা করে না, নকল ছাত্র-শিক্ষক দিয়ে ক্লাস চালান!?
• প্রধান শিক্ষকঃ- দেখুন,আমার মামা এই স্কুলের হেড স্যার, উনি জমি বেচা-কেনার দালালি করেন।বর্তমানে কাস্টমার নিয়ে অন্য গ্রামে গেছেন! আমাকে বলে গেছেন, ইন্সপেক্টার এলে, তার হাতে এই দু হাজার টাকার বান্ডিলটা দিয়ে দিস!
• পরিদর্শকঃ- এই যাত্রায় আপনারাও বেঁচে গেলেন। আসলে আমার মামা ইন্সপেক্টর, ঠিকাদারির কাজও করেন। টেন্ডার সাবমিট করতে কোলকাতা কর্পোরেশনে গেছেন! আমাকে বললেন, তুই আমার হয়ে পরিদর্শন করে আয়!
Yay google is my queen aided me to find this great website ! .
I was very pleased to find this web-site.I wanted to thanks for your time for this wonderful read!! I definitely enjoying every little bit of it and I have you bookmarked to check out new stuff you blog post.
Hi, Neat post. There is a problem with your website in internet explorer, would check this… IE still is the market leader and a huge portion of people will miss your magnificent writing due to this problem.