বন্ধু মানে..
বন্ধু মানে..
ক্লাস পালিয়ে খেলতে যাবি?
বন্ধু মানে..
অদ্ভুত এক ছোট্ট দাবী।
বন্ধু মানে..
আমার জন্য জায়গা রাখিস।
বন্ধু মানে..
খেলতে গেলে আমায় ডাকিস!
বন্ধু মানে..
তোর জামাটা পরতে দিবি?
বন্ধু মানে..
তোদের দলে খেলতে নিবি?
বন্ধু মানে..
‘ব্যাচ’পালিয়ে সিনেমা দেখা,
বন্ধু মানে..
ঝুট ঝামেলায় নয়তো একা।
বন্ধু মানে..
তোর সাথে আর কোনো কথা নেই,
বন্ধু মানে..
জানে রেগে আছি,তবু ডাকবেই।
বন্ধু মানে..
মেয়েটা ব্যাপক! দেখ না রে ভাই!
বন্ধু মানে..
প্রেমে পড়েছিস!ট্রিট দেওয়া চাই।
বন্ধু মানে..
ব্যাচের মেয়ের পিছনে যাওয়া।
বন্ধু মানে..
একই সঙ্গে এগিয়ে দেওয়া।
বন্ধু মানে..
কাউন্টারেই বিড়ি খাওয়া,
বন্ধু মানে..
অগোছালো আসা-যাওয়া।
বন্ধু মানে..
লাজ লজ্জার পর্দা ছিঁড়ে,
বন্ধু মানে..
ডাক নামেতে সবার ভীড়ে।
বন্ধু মানে..
একসাথে সব চড়ুইভাতি
বন্ধু মানে..
হাঁক দিয়ে ডাক “দাদুর নাতি”।
বন্ধু মানে..
জীবন-যাপন,দিল-ভাগীদার
বন্ধু মানে..
কেড়েই খাবো,সেই অধিকার।
বন্ধু মানে..
বিকেল- সাঁঝে সঙ্গ চাওয়া
বন্ধু মানে..
সব হারিয়েও তোকে পাওয়া।।
Some really nice and utilitarian info on this website, likewise I conceive the design contains superb features.